পাহাড়ের খাদের কিনারা ঘেঁষে নির্মিত এ ব্রিজের নিচে রয়েছে প্রায় ৩০০ মিটার গভীর খাঁদ। চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কে গ্রান্ড ক্যানিয়নের উপর এই ঝুলন্ত ব্রিজে একসাথে ৮০০ মানুষ চলাফেরা করতে পারবে।
ইসরায়েলের বিখ্যাত স্থপতি হায়িম দোতানের পরিকল্পনায় নির্মিত হয়েছে ব্রিজটি।
স্বচ্ছ কাঁচের এই ব্রিজটি উচ্চতাভীতিতে আক্রান্ত মানুষের জন্য সত্যিকারের দুঃস্বপ্ন। তবে নিরাপত্তার দিক থেকে এ ব্রিজ উত্তীর্ণ হয়েছে বেশ কয়েকটি পরীক্ষায়। বিশালাকার হাতুড়ির আঘাত থেকে শুরু করে যাত্রীবাহী গাড়িও পার হয়েছে এই ব্রিজের নিরাপত্তা নিশ্চিতকরণ পরীক্ষায়।
গত ডিসেম্বরে ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হলেও সম্প্রতি এটি খুলে দেয়া হয়েছে জনসাধারণের দর্শনের জন্য।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
এনএইচটি/জেডএম