ঘনত্ব বেড়ে যাওয়ায় ওই এলাকার নদী ও জলা থেকে এভাবে কুমির ধরে সরিয়ে নেওয়া হচ্ছে।
সর্বশেষ গত রোববার ধরা পড়া কুমির দু’টোর মধ্যে একটি প্রায় ১০ ফুট, অপরটি ৭ ফুট লম্বা।
তবে হিংস্র হওয়ায় গ্রামবাসী নিজেরা এসব কুমির ধরে না। ওই এলাকার জলাশয়ে কোনো কুমিরের অস্তিত্ব ধরা পড়লেই অ্যাকশন টিমকে খবর দেয় তারা। পরে সবাই মিলে এসে হুক পেতে কুমির ধরে।
গত ১৭ অক্টোবর রিমবাস নদীর প্রায় ৫ কিলোমিটার এলাকায় কুমির ধরার হুক পাতে বন বিভাগ। শিগগিরই আরো অনেক কুমির ধরা পড়বে বলে আশাবাদী তারা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জেডএম/