বিস্মিত প্রত্নতত্ত্ববিদরা দেখেন, এখনো প্রায় অবিকৃতই আছে থাবাটি। শুকিয়ে শক্ত হয়ে গেছে পেশী।
অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেলো, এই নখর আসলে বিলুপ্ত ডানাহীন পাখি মোয়া’র। প্রায় ২ হাজার বছর আগে এ প্রজাতিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।
ওড়ার ক্ষমতাহীন এসব পাখি উচ্চতায় ১২ ফুট পর্যন্ত হতো। ওজন হতো আড়াইশ’ কেজি পর্যন্ত। মানুষের লাগামহীন শিকারের কারণেই ধ্বংস হয় মোয়া।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেডএম/