বৈশ্বিক একটি ডিসকাউন্ট চেইন সুপারমার্কেট ‘লিন্ডল’ (Lindl)-এর বার্সেলোনা ব্রাঞ্চের ম্যানেজারের কপালে জুটেছে এমন ‘তিরস্কার’! জ্যঁ পি নামে ওই ম্যানেজার প্রতিদিন তার নির্ধারিত শিফট শুরু হওয়ার আগে কর্মস্থলে পৌঁছাতেন। অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী সুপারমার্কেটে তখনও না আসায় বেশ কয়েক ঘণ্টা তিনি একাই সেখানে অবস্থান করতেন।
সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, কর্মক্ষেত্রে নিবেদিত প্রাণ জ্যঁ পি কোম্পানির নিয়মভঙ্গ করে অতিরিক্ত সময় কাজ করায় এবং সুপার শপে একলা অবস্থান করায় তাকে বরখাস্ত করা হয়েছে।
১২ বছর ধরে কোম্পানিটিতে চাকরি করা জ্যঁ পি চাকরি হারিয়ে ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেছেন। ট্রাইব্যুনালে তার আইনজীবী হুয়ান গেররা মক্কেলের পক্ষে যুক্তি দিয়েছেন- কোম্পানির ঊর্ধ্বতনরা কর্মস্থলে অতিরিক্ত সময় কাজ না করার নিয়মের কথা জ্যঁ পি-কে কখনোই জানাননি।
হুয়ান গেররা আরও বলেছেন, পণ্য বিক্রিতে কোম্পানি টার্গেট পূরণ করতে গিয়েই জ্যঁ পিকে কর্মস্থলে আরও নিবেদিত প্রাণ হয়ে অতিরিক্ত সময় কাজ করতে হয়েছে। এতে কোম্পানিই উপকৃত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমজেএফ