সম্প্রতি বিশেষ ধরনের এক ডিভাইস আবিষ্কার করেছে তারা। ওই ডিভাইস কলার খোসা থেকে ৫ ভোল্টের বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
শুধু তাই নয়, উৎপাদিত বিদ্যুৎ এক বছর পর্যন্ত ধরে রাখবে ওই ক্ষুদে ডিভাইস।
কলার খোসা থেকে এভাবে উৎপাদিত বিদ্যুৎ কার্যত সেল ফোন চার্জের জন্য ব্যবহার করা যাবে বলে মনে করছেন আবিষ্কারকরা।
কলার খোসা থেকে বিদ্যুৎ উদ্ভাবনের কারিগররা হলেন-আজি আরিফ সেতাওয়ান,
কৃষমা ভারজিনিয়া ও এলভিয়ানা। তারা সবাই মালাং ভিত্তিক ব্রায়িজায়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।
সহজলভ্য হওয়ায় কলার খোসা থেকে বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকে পড়েন তারা। তাছাড়া আর সব ফলের চেয়ে কলার খোসায় বিদ্যুতের উপস্থিতি বেশী।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
জেডএম/