পাবলিক অনুষ্ঠানে ঘুমিয়ে লুসাকার মেয়র।
ঢাকা: পাবলিক অনুষ্ঠানে ঘুমিয়ে বেজায় বেকায়দায় পড়েছেন আফ্রিকার দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকার মেয়র উইলসন কালুম্বা। সমাধির পরিবর্তে শবদাহের প্রস্তাব তুলে এমনিতেই সমালোচিত হচ্ছিলেন তিনি। তালগোল পাকিয়েছেন বর্জ ব্যবস্থাপনা আর খোলা দোকান সামলাতেও। কিন্তু এবার এক পাবলিক অনুষ্ঠানে ঘুমিয়ে সবার হাস্যরসের খোরাক হয়েছেন তিনি।
শহরের সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষত ফেসবুক ও টুইটারে ৫৩ বছর বয়সী মেয়রের প্রকাশ্যে ঘুমিয়ে পড়ার ছবি এখন ভাইরাল। সমালোচনাকারীরা সমানে মুখের কথায় গুতিয়ে যাচ্ছেন তাকে।
কেউ কেউ এরইমধ্যে তুলে ফেলেছেন তার অভিসংশনে দাবি। কেউবা দিচ্ছেন এখন থেকে আর কাজ না করে ঘুমিয়ে সময় কাটানোর পরামর্শ।
সাবেক ফার্স্ট লেডি মাওরিম মাওয়াঙসার পরিবর্তে এমন ঘুম কাতুরে একজনকে মেয়র মনোনয়ন দেওয়ার জন্য ক্ষমতাসীন প্যাট্রিয়টিক ফ্রন্টকেও ধুয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমের অ্যাকটিভিস্টরা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
জেডএম/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।