জাদুঘর কর্তৃপক্ষ ৩০ অক্টোবর টের পায় তাদের সংগ্রহশালা থেকে দু’টি চিত্রকর্ম চুরি হয়ে গেছে। কিন্তু চোর কোনো চিহ্নই রেখে যায়নি।
ছোট্ট একটি ক্লু ধরে পুলিশ ধারণা করছে এক নারী এটি চুরি করেছিলেন। পুলিশের দেওয়া তথ্যমতে, চিত্রকর্ম দু’টি নভেম্বরের ৩ তারিখে জাদুঘর কর্তৃপক্ষের কাছে ফেরত আসে বেনামে। চিত্রকর্ম দু’টি প্যাকেট থেকে খুলে দেখা যায় এর কোনো ক্ষতিও হয়নি। আর ব্রুকলেনের একটি শিপিং স্টোর থেকে এটি পাঠিয়েছেন একজন নারী। আর সেটি ধরা পড়েছে ওই শিপিং স্টোরের ভিডিও ফুটেজে।
ভিডিওতে দেখা গেছে কালো ক্যাপ, চশমা ও কালো ওভারকোট পরা এক তরুণী ওই শিপিং স্টোরে ঢুকছেন। তিনি বড় আকারের একটি ফেডেক্সের বক্স বহন করছিলেন। পুলিশ ধারণা করেছে এই বক্সের মধ্যেই চিত্রকর্ম দু’টি ছিল। কিন্তু ফুটেজ স্পষ্ট না হওয়ায় ওই নারীকে ঠিক চিহ্নিত করা যাচ্ছে না। এ ঘটনায় কউ গ্রেফতারও হয়নি এখনও। তবে ঘটনার অনুসন্ধান চলছে।
ওই তরুণী যদি চুরি করে থাকেন তাহলে কী কারণে চুরি করেছিলেন আর কী কারণেই বা বেনামে ফেরত দিলেন তার রহস্য এখনও অমীমাংসিত।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এএ