এ কাজে তারা এয়ারকে সহযোগিতা করছে লুকলা এলাকার হিমালয়ান ক্লাব এবং সারগমাথা পলিউশন কন্ট্রোল কমিটি।
লুকলা এয়ারপোর্ট থেকে পরিচালিত ফ্লাইটে করে সরিয়ে নেওয়া সব আবর্জনা কাঠমান্ডু মিউনিসিপ্যালিটি করপোরেশনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে একইভাবে প্লেনে তুলে হিমালয়ের সুলুখুমভু এলাকা থেকে ১২ টন বর্জ্য সরিয়ে নেয় তারা এয়ার। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
১৯৯৮ সাল থেকে নেপালের প্রত্যন্ত এলাকায় ফ্লাইট সার্ভিস দিয়ে আসছে তারা এয়ার। হিমালয় থেকে তাদের বর্জ্য অপসারণ কার্যক্রম মানুষের ভেতরে প্রকৃতি বিষয়ে সচেতনতা জাগাতে সক্ষম হবে বলে আশা করছে তারা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জেডএম/