ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

৬ বছরের শিশুর উদ্ভাবিত শব্দ যেতে পারে অভিধানে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
৬ বছরের শিশুর উদ্ভাবিত শব্দ যেতে পারে অভিধানে! লেভিড্রম শব্দটির ক্ষুদে উদ্ভাবক লেভি বাড নিজেও এখন সেলিব্রেটি। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

কানাডার ৬ বছরের শিশু লেভি বাড নতুন একটি শব্দ উদ্ভাবন করেছে, যেটিকে ইংরেজি অভিধানে স্থান করে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে। 

লেভিড্রম (Levidrome) শব্দটি পশ্চাদ্‌পসারণের ইংরেজি প্রতিশব্দ রিট্রিয়েটকে (Retreat) আরও স্পষ্ট করছে। পিছিয়ে যাওয়ার অন্য উদাহরণগুলোর ওপর ‘জোর দেওয়া’ যা ‘ডেজার্ট’ অন্তর্ভুক্ত লুপ, পুল, প্রবাহ, স্টপ ইত্যাদির জোরালো প্রতিরূপও হতে পারে লেভিড্রম।

 


লেভির বাবা রবার্ট লাকি বাড, ইউটিউবে আপলোড করা সংক্ষিপ্ত ভিডিওতে শব্দটির উৎপত্তি ব্যাখ্যা করেছেন।

ওই ভিডিও প্রচারণাটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। শব্দটিকে অভিধানে অন্তর্ভুক্ত করতে জনমত গঠন করছে বেশ ভালোভাবেই।

লেভি বাডকে পাঠানো অক্সফোর্ড ডিকশনারির একজন সম্পাদকের বিজ্ঞপ্তি।  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
বাবা জানাচ্ছেন, একদি, গাড়ির পেছনের সিটে বসে লেভী একটি স্টপ সিঙ্কের ‘স্টপ’ শব্দটিকে ‘পট’ পড়ছিল। পরে সে বাবা-মাকে জিজ্ঞেস করেছিল যে, এমন একটি শব্দ কি আছে, যা অন্য একটি শব্দকে পেছন দিক থেকে পিছিয়ে দেয়।  

তার বাবা-মা কোনো উত্তর খুঁজে  পাননি। কারণ, এটি চালু করার কোনো শব্দ নেই।  

আসলেই এটি আশ্চর্যের বিষয় যে, এটির জন্য কোনো শব্দ নেই। তবে অক্সফোর্ড ডিকশনারির একজন সম্পাদক পরে বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে, শব্দটি অভিধানে যোগ করা যেতে পারে।  

ইন্টারনেটে ছড়ানো ওই বিজ্ঞপ্তিও শিশু লেভির উদ্ভাবনের প্রয়োজনীয়তা ও দাবিকে জোরালো করে তুলছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।