স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার দিন নিজ ঘরের সামনে বসে ছিলেন ফাইজ নুরদিন নামে ২৮ বছর বয়সী এক যুবক। এসময় প্রতিবেশী নারী আইশা (৩২) তার সঙ্গে কথা বলতে আসেন।
জানা যায়, ফাইজকে বিয়ের কথা বলায় প্রচণ্ড অপমানবোধ হয় তার। ওইদিনই কিছুক্ষণ পরে আইশাকে ঘরে কাজের কথা বলে ডাকেন। আইশা ঘরে প্রবেশ করলে ফাইজ তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে মুখ চেপে ধরেন। আইশা বাঁচতে তার হাতের আঙুলে কামড় বসালেও রেহাই পাননি। শেষ পর্যন্ত শ্বাসরোধে ওই গর্ভবতী নারীর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, ঘটনার দিন ফায়াজ ওই নারীর কিছু টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে রাজধানী জাকার্তায় পালিয়ে যান। পরে পুলিশ তার পায়ে গুলি করে আটক করতে সক্ষম হয়।
খবরে বলা হয়, দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএসএ/এএ