ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

এক মিনিটে ৫০ মরিচ সাবাড় করে প্রথম!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এক মিনিটে ৫০ মরিচ সাবাড় করে প্রথম! উহ্ ঝাল!

খাবারে একটু ঝাল বেশি হলেই কেউ খেতে পারেন না। আবার কেউ ঝাল খাবার খুবই পছন্দ করেন। দুই রকমের মানুষেরই দেখা মেলে। কিন্তু এক মিনিটে কেউ ৫০টি মরিচ কেউ কাঁচা খেয়ে ফেলবে, এমনটা কি ভাবা যায়? 

 হুনান প্রদেশে মরিচ খাওয়া প্রতিযোগিতায় প্রস্তুত প্রতিযোগিরা। হয়তো অনেকেই ভাববেন এটা সম্ভব নয়।

হ্যাঁ, সম্ভব? চীনের এক ব্যক্তি মরিচ খাওয়া প্রতিযোগিতায় এক মিনিটেই সাবাড় করেছেন ৫০টি মরিচ।

পুলে শুয়ে মরিচ খাচ্ছেন এক প্রতিযোগি।                                         আরও বিস্ময়কর তথ্য হলো মরিচ খাওয়ার ওই প্রতিযোগিতার দিন তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। একে তো মরিচের ঝাল, তার ওপর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।  

কি ভাবছেন এ প্রতিযোগি?প্রতিযোগিতার জন্য প্রত্যেক প্রতিযোগিকে মরিচ ভর্তি বিশাল এক পুলে বসিয়ে দেওয়া হয়। প্রত্যেক প্রতিযোগির হাতে ৫০টি মরিচসহ প্লেট দেওয়া হয়। মাত্র এক মিনিটেই প্লেটের সব মরিচ সাবাড় করেন বিজয়ী।

উহ্ ঝালপ্রতিযোগিতায় বিজয়ীর নাম টাং সুয়াইহুই। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২৪ ক্যারেটের ৩ গ্রাম ওজনের সোনার কয়েন।  

সেরা মরিচ খাদকরা এক ফ্রেমে!সুন মিনইং নামের একজন দর্শনার্থী বিজয়ী টাং সম্পর্কে বলেন, অদ্ভুত! সে খুবই দ্রুত মরিচগুলো শেষ করেছে। অনুষ্ঠান ঘোষক ঘোষণা দেওয়ার পরপরই সে মরিচগুলো দ্রুত খেয়ে ফেলে।

মরিচের এতো ঝাল, চোখেমুখে অন্ধকার দেখছি। চীনের হুনান প্রদেশের একটি থিম পার্কে মরিচ খাওয়ার প্রতিযোগিতা উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। উৎসবটি চলবে আগস্টের শেষ পর্যন্ত।   

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।