মাসাফোমি নাগাসাকি নামে জাপানিজ ওই বৃদ্ধ সতোবোনারি দ্বীপে একা একা বসবাস করছেন কোনো কিছু সঙ্গে না নিয়েই। দেখে মনে হয় রবিনসনের সভ্যতায় ফিরে গেছেন তিনি।
সম্প্রতি কর্তৃপক্ষ এ বৃদ্ধকে দ্বীপ ছেড়ে চলে যেতে বাধ্য করে এবং স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
তবে জাতিভ্রষ্ট ওই ব্যক্তির জীবনী নিয়ে ডকুমেন্টারির লেখক আলভারো ক্রাইজো বলছেন, মাসাফোমি কোনো সময়ই এ দ্বীপ ছেড়ে যেতে চাননি।
দ্বীপ থেকে বিতাড়িত করার আগে মাসাফোমি বলেন, আমি এখান থেকে যেতে চাই না, এ দ্বীপকে রক্ষা করবো। তার জন্য প্রয়োজনে আমার জীবনের ঝুঁকি নেবো। এ দ্বীপের মতো স্বর্গীয় আশ্রয় আমি আর কোথাও পাবো না।
এদিকে, স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি পৃথিবী পরিবর্তনও হয়ে যায় তারপরও কখনো এ দ্বীপ ছেড়ে যেতে চান না মাসাফোমি। এ দ্বীপে তিনি শান্তির খোঁজ পেয়েছেন। আর দ্বীপটি জীবন দিয়ে হলেও রক্ষা করতে চান জাতিভ্রষ্ট এ বৃদ্ধ।
ভিডিও দেখতে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
টিএ/এএ