৮২ বছর বয়সী ছিল্লাল ১৯৫২ সাল থেকে নিজের বাম হাতের নখ কাটেননি। বিশ্বের সবচেয়ে লম্বা নখের কারণে গিনেস বুকে নামও লিখিয়েছেন তিনি।
ছিল্লালের সবগুলো নখের একত্রিত দৈর্ঘ্য প্রায় ৯০৯.৬ সেন্টিমিটার। আর সবচেয়ে লম্বা নখটির দৈর্ঘ্য ১৯৭.৮ সেন্টিমিটার। ২০১৬ সালে গিনেস বুকের এক হাতে সবচেয়ে লম্বা নখের ক্যাটাগরিতে নাম লেখান তিনি।
পুনের অভিবাসী ছিল্লাল চান নখগুলো যেন কাটার পরও সংরক্ষণ করে রাখা হয়। আর এ কারণে রিপ্লিস বিলিভ ইট অর নট জাদুঘর কর্তৃপক্ষ তাকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। সেখানেই তার নখগুলো কাটা হবে এবং জাদুঘরে নখগুলো সংরক্ষণ করে রাখা হবে। নখগুলো আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর জন্য নেওয়া হবে নিউইয়র্কের টাইম স্কয়ারে।
বাংলদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনএইচটি/এএ