যুক্তরাজ্যের প্লেমাউথের ১৯৮০ সালে প্লেমাউথের বাড়িতে প্রথম ওঠার পর কলিন ও ভেনেসা তাদের ড্রয়িংরুমের মেঝেতে এক বিস্ময়কর কুয়া আবিষ্কার করেন। বাড়ির মেঝে সংস্কারের সময় তাদের চোখে বিষয়টি ধরা পড়ে।
তখন ঘরে তিনটি সন্তান থাকায় নিরাপত্তার কারণে গর্তটি ঢেকে রাখেন তারা। তবে চাকরি থেকে অবসর নেওয়ার পর গুপ্তধনের আশায় গর্তটি খুঁড়ে দেখার সিদ্ধান্ত নেন কলিন। বন্ধুদের সহযোগিতায় গর্তটিতে ১৭ ফুট খনন করেন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, বন্ধুদের সহযোগিতায় এ গর্ত থেকে খুব তাড়াতাড়ি বড় কোনো কিছু খুঁজে পাবো। কে জানে এর গভীরে কি লুকিয়ে আছে। কে এটা নির্মাণ করেছে, এ সর্ম্পকে আমাদের কোনো ধারণা নেই।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এএটি/এনএইচটি/এএ