এমন চিন্তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে, অনেকেই ভাববেন উদ্ভট ভাবনা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে।
ঘটনা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আরকানসাসের। জেমারকুইচ ডেভন স্কট নামে ১৮ বছরের এক কিশোর ঘটনাটি ঘটিয়েছে। জেট প্লেনের ককপিট থেকে ধরার পর কনসার্টে যাওয়ার জন্য প্লেন চুরির চেষ্টার স্বীকারোক্তি দিয়েছে স্কট নামে এ বালক।
এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, এক ব্যক্তিকে প্লেনে উঠতে দেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জেট প্লেনের ককপিটে বসার চেষ্টা করছিলেন। এরপর পুলিশ এয়ারপোর্টে পৌঁছার পর স্কটকে প্লেনের ককপিটে দেখতে পায়।
স্কট নামে ওই কিশোর পুলিশকে বলেছে, প্লেন চালানোর জন্য বাটন ও সুইচ চাপ দেওয়া ছাড়াও আরও কাজ করতে হয়, এটা তিনি জানতেন না। তিনি আরকানসাস অঙ্গরাজ্যের বাইরে একটি কনসার্টে যাওয়ার জন্য প্লেন চুরির চেষ্টা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এএইচ/এএ