কিন্তু পুরো ঘটনাটি বোঝা যায় জলহস্তীটি নদী পার হওয়ার পর। মূলত সে তার শাবককে অন্য প্রাণীর হাত থেকে বাঁচাতে এমন অভূতপূর্ব কাজ করেছে।
তিনি জানান, অন্য প্রাণীর হাত থেকে রক্ষার জন্য মা জলহস্তীটি তার বাচ্চাকে মুখে নিয়ে তালেক নদী পার হচ্ছিল। প্রাথমিক অবস্থায় দেখে মনে হবে কোনো ক্ষুধার্ত জলহস্তী শাবকটি খেয়ে ফেলছে। শাবকটির মাথা জলহস্তীর চোয়ালে দেখা যাচ্ছিল। তিনি আরও বলেন, পুরো ঘটনাটি ধারণের জন্য আমাকে দুই ঘণ্টা সময় ব্যয় করতে হয়। পরে জলহস্তিটি নদীর অপর প্রান্তে যেতে সক্ষম হয়। আমি প্রায় ১০০ মিটার দূর থেকে দৃশ্যগুলো ধারণ করি।
এ ফটোগ্রাফারা বলেন, আশপাশের অন্য জলহস্তী শাবকটির ক্ষতি করতে পারতো। কিন্তু মা জলহস্তীটি শাবকটিকে নিরাপদে নদী পার করে। এর আগে আমি কখনোই এরকম অভিজ্ঞতার মুখোমুখি হইনি।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/এএ