ঘোড়াসহ ট্রেনযাত্রা! কথাটা অদ্ভুত শোনালেও বাস্তবে তাই ঘটেছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার অঙ্গরাজ্য স্টিরিয়াতে।
ঘোড়াটির নাম ফ্রেইডা। ঘোড়ার মালিক বেন্নি। ফ্রেইডার মালিক দু’টি ট্রেনে ঘোড়াসহ উঠেছিলেন যাত্রার জন্য। কিন্তু দু’টি ট্রেনের কর্তৃপক্ষই তাদের ট্রেন থেকে নামিয়ে দেন। চালকরা ট্রেন থেকে ঘোড়া না নামা পর্যন্ত ট্রেন চালাতে অস্বীকৃতিও জানিয়েছিলেন।
অস্ট্রিয়ার রেলওয়ে কোম্পানি ওবিবি’র নিয়ম অনুযায়ী, দেশটিতে ছোট, অহিংস প্রাণীদের ট্রেনে চলাচলে কোনো বাধা নেই। একইভাবে শিকলসহ কুকুরও ট্রেনে যাতায়াত করতে পারে। কিন্তু সংস্থাটির নিয়মে ঘোড়া চলাচলের কোনো নিয়ম নেই।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/এএ