‘অতিনাটকীয়’ রিপোর্টের এ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১০ মিলিয়নেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন টুইটারে এবং তাতে অনেকেই ট্রল করে বিভিন্ন মন্তব্যও করেছেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উপকূলে। ওইখানে আঘাত হেনেছে হারিকেন ‘ফ্লোরেন্স’। পরে ঘটনা কাভারেজ করতে সেখানে পৌঁছে দেশটির আবহাওয়াভিত্তিক চ্যানেলগুলোর রিপোর্টাররা। একপর্যায়ে একজন রিপোর্টার ফ্লোরেন্সের কারণে আবহাওয়া খুব খারাপ পরিস্থিতিতে আছে বোঝাতে গিয়ে কেঁপে কেঁপে ‘অতিনাটকীয় ভাব’ নিয়ে সমালোচনার মুখে পড়েন।
ছোট্ট ওই ভিডিওটিতে দেখা যায়, রিপোর্টার কঠিন প্রতিকূল আবহাওয়া দেখাচ্ছেন তার চ্যানেলে। এমনকি তিনি নিজেই দমকা হাওয়ায় কেঁপে কেঁপে প্রায় পড়ে যাচ্ছেন দেখা যায়। কিন্তু ওই মুহূর্তেই তার পেছন দিয়ে দেখা যায়, দু’জন লোক স্থিরভাবেই হেঁটে যাচ্ছেন; তাদের কোনো সমস্যা হচ্ছে না।
‘নাটকীয়’ এ ভিডিওটি প্রচার হওয়া মাত্রই শুরু হয় সমালোচনা। অনেকেই ‘অতিনাটকীয় রিপোর্ট’, ‘স্পষ্টতই এটি অপ্রাসঙ্গিক মিথ্যাসহ’ নানা বিরূপ মন্তব্য করছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
টিএ