রানিকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে তাকে নকল হাত উপহার দিয়েছেন একদল অস্ট্রেলিয়ান শিক্ষার্থী।
কাঠের দণ্ডের ওপর দস্তানা পরানো এই যন্ত্রটার নাম দেওয়া হয়েছে ‘ওয়েভিং মেশিন’।
প্রিন্সেস অ্যান রচিত বইয়ে এই যন্ত্রটির কথা উল্লেখ পাওয়া যায়। বইতে ৬৮ বছর বয়সী অ্যান উল্লেখ করেন, তারা (অস্ট্রেলিয়ান শিক্ষার্থীরা) রানিকে দস্তানা পরিহিত কাঠের হাত উপহার দিয়েছে। তারা ভেবেছিল ব্যাপারটি বেহায়াপনা হিসেবে দেখা হবে, কিন্তু এতে বরং রোমাঞ্চিত হয়েছেন রানি।
খুব অল্প পরিশ্রমে হাত নাড়ার কৌশল খুব ভালো করেই রপ্ত করেছেন ৯২ বছর বয়সী রানি। কিন্তু জনসম্মুখে এলে তাকে এই কাজ অতি ঘন ঘন করতে হয়। তার রাজকীয় নৌযান ব্রিটানিয়াতে একদল লোক নিয়োগ করা আছে যাদের কাজই রানির পক্ষ থেকে হাত নাড়া।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনএইচটি/এএ