স্থানীয় একটি পার্কে কচ্ছপটি খুঁজে পান চিড়িয়াখানার এক সদস্য। সেসময় এটি ছিল আহত।
এরপর প্রাণীটিকে মারিল্যান্ড চিড়িয়াখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলতে থাকে চিকিৎসা। এটিকে পুরোপুরি সুস্থ করতে নানারকম পরীক্ষাও চালান ডাক্তাররা। যেমন, খোলসের ভঙ্গুর অবস্থা থেকে বাঁচাতে ব্যবহার করেন ধাতব হাড়। তার সঙ্গে অস্ত্রোপাচার করে তার পেঁচিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়।
কিন্তু এ পদ্ধতিতে তৈরি হয় বিপত্তি। প্রাণীটিকে সুস্থ করতে হলে খোলসের নিচের অংশটি মাটির উপরে রাখতে হবে। এজন্য তৈরি করা হয় বিশেষ পদ্ধতির এ হুইলচেয়ার, যা একে সুস্থ করতে সাহায্য করে।
চিড়িয়াখানার প্রাণী স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন পরিচালক ড. এলেন ব্রুনসন বলেন, কচ্ছপটির এমন জায়গায় আঘাত ছিল যে, আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। আবার একে সুস্থ করতে হাঁটাচলারও প্রয়োজন ছিল।
পশুচিকিৎসা বিদ্যার এক ছাত্র কচ্ছপটির আকারের বিশেষ একটি হুইলচেয়ার আঁকেন। আঘাত পাওয়া স্থানগুলোও স্কেচে শনাক্ত করা হয়।
এরপর তৈরি হয় চার চাকার বিশেষ লেগো হুইলচেয়ার। যা কচ্ছপটিকে সুস্থ করতে সাহায্য করছে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ/এএ