ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

বান্ধবীকে পরানোর সময় আংটি গেলো ড্রেনে!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
বান্ধবীকে পরানোর সময় আংটি গেলো ড্রেনে! ছবি: সংগৃহীত

ঢাকা: এক যুবক তার দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। হঠাৎ বিয়ের প্রস্তাবে সাড়াও দেন তার বান্ধবী। এতে আনন্দে বিহ্বল হয়ে পড়েন যুবকটি। বান্ধবীর জন্য কেনেন একটি হীরের আংটি। 

তড়িঘড়ি করে বান্ধবীকে আংটি পরাতে যান। ঠিক তখনই ঘটলো বিপত্তি! আংটি পরানোর সময় হাত ফসকে চলে গেলো পাশের ড্রেনে।

আংটিটি অনেক খোঁজার পরও পাননি ওই প্রেমিক যুবক। ব্যর্থ হয়ে ফিরতে হয় খালি হাতে।

নিউইয়র্কের টাইমস স্কোয়ারের এ ঘটনা ঘটে।  

ছবি: সংগৃহীত

হীরের আংটি ড্রেনে পড়ে যাওয়ার ভিডিওটি রোববার (২ ডিসেম্বর) নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে টুইটারে প্রকাশ করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের একটি দল ড্রেন থেকে সেটি উদ্ধার করে।  

টুইটে নিউইয়র্ক পুলিশ লেখে, আমরা আংটি খুঁজে পেয়েছি। ওই যুগলকে সেটি ফিরিয়ে দিতে চাই? তাদের খুঁজতে আমাদের সাহায্য করুন। যোগাযোগের জন্য দেওয়া হয় ফোন নম্বর। তাদের প্রত্যাশা, দ্রুতই ওই যুগলকে খুঁজে পাবেন।

এদিকে, নিউইয়র্ক পুলিশ তাদের টুইটার অ্যাকাউন্টে ক্যাপশন দিয়ে আংটির একটি ছবি প্রকাশ করে।  

বিবিসি এই যুগলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। ওই যুগলের নাম জন ও ড্যানিয়েলা। তারা যুক্তরাজ্যের ক্যামব্রিজগায়ারের নাগরিক বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এএটি/এএ/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।