ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

প্রেম করায় ‘সিঙ্গেল কমিটি’ থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রেম করায় ‘সিঙ্গেল কমিটি’ থেকে বহিষ্কার

বরিশাল: প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সিঙ্গেল কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। 

ববি সিঙ্গেল কমিটির সভাপতি নবীর হোসেন জয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফুজুর সিঙ্গেল কমিটির নীতি বহির্ভূত কাজ করেছেন। সম্প্রতি আমরা তদন্ত করে জানতে পারি, তিনি গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

এটি দুঃখজনক। কমিটির সবার সম্মতিতেই তাকে বহিষ্কার করা হয়েছে।  

কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, মাহফুজুরের এই বহিষ্কার সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।  

‘দুনিয়ার সিঙ্গেল, এক হও’ স্লোগানে বেশ কয়েক বছর ধরে শোভাযাত্রাসহ নানা কার্যক্রমে ভালোবাসা দিবস উদযাপন করে আসছে ববির সিঙ্গেল কমিটি। বর্তমানে এ কমিটিতে শতাধিক সদস্য রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।