ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

মেয়ের বিয়েতে মোদীর চিঠি পেলেন রিকশাচালক বাবা

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
মেয়ের বিয়েতে মোদীর চিঠি পেলেন রিকশাচালক বাবা উত্তরে ‘শুভেচ্ছা চিঠি’ পাঠান মোদী। ছবি: সংগৃহীত

ভারতের এক রিকশাচালকের মেয়ের বিয়েতে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চিঠি পেয়ে আনন্দে অভিভূত রিকশাচালক মঙ্গল কেওয়াত ও তার পরিবার।

মঙ্গল উত্তর প্রদেশের ডেমরি গ্রামের অধিবাসী। এ গ্রামটি দত্তক নিয়েছেন মোদী।

১২ ফেব্রুয়ারি মেয়ের বিয়েতে মোদীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান মঙ্গল। তবে এর কোনো উত্তর পাবেন, সেটি ভাবেননি।

উত্তরে ‘শুভেচ্ছা চিঠি’ পাঠান মোদী। ৮ ফেব্রুয়ারি এ চিঠি পেয়ে ভীষণ আনন্দিত মঙ্গল ও তার পরিবার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে সমাজের প্রতিটি মানুষের কথা ভাবেন, এ চিঠিই তার প্রমাণ। আমরা শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের পরিবারের অসুবিধাগুলো তার কাছে তুলে ধরতে চাই। ’

প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যেই মোদীর উত্তর প্রদেশ সফরের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।