ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

হিজাব পরার অনুমতি পেলেন দক্ষিণ আফ্রিকার নারী সেনারা

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
হিজাব পরার অনুমতি পেলেন দক্ষিণ আফ্রিকার নারী সেনারা ফাতিমা ইসাকস

দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী তাদের পোশাক নীতিতে বদল এনেছে। এখন থেকে মুসলিম নারীরা হিজাব পরতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মুখপাত্র এমন তথ্য জানান। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী তাদের পোশাক নীতিতে পরিবর্তন আনে।

২০১৮ সালের জুনে দেশটির সেনাবাহিনীর মেজর ফাতিমা ইসাকসকে তার ঊর্ধ্বতন কর্মকর্তা হিজাব খুলতে বললে তিনি তা করেননি। সেসময় ইসাকসের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছিল। তবে ২০২০ সালের জানুয়ারিতে ইসাকসের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেয় সামরিক আদালত।

এদিকে সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স (এসএএনডিএফ) চলতি সপ্তাহ থেকে মুসলিম নারীদের দায়িত্ব পালনের সময়ে হিজাব পরার অনুমতি দিয়েছে।

সেনাবাহিনীর পোশাক নীতিতে পরিবর্তন আনাকে বিজয় হিসেবে দেখছেন ইসাকস। তার মতে, ধর্মীয় বিধান পালন করার কারণে যারা বঞ্চনার শিকার হচ্ছিলেন, এটি তাদের সবার বিজয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।