ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

লকডাউনের মধ্যে আর্জেন্টিনা ভক্ত রিকশাওয়ালার কাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
লকডাউনের মধ্যে আর্জেন্টিনা ভক্ত রিকশাওয়ালার কাণ্ড ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ভবনের সামনে সোমবার (০৫ এপ্রিল) লকডাউনের মধ্যে একটি রিকশাকে দেখে লোকজনের ভিড় করতে থাকে। ভিড় করার কারণও অবশ্য আছে।

কেননা পুরো রিকশাটি তিনি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। রিকশার পেছনে আঁকা আছে ম্যারাডোনা ও মেসির ছবি। শুধু তাই নয়, রিকশাচালকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। তিনি পরেছেনও একই রঙের একটি থ্রি-কোয়ার্টার।

রাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালের নতুন ভবনের সামনে মসজিদ সংলগ্ন স্থানে রিকশা থেকে যাত্রী নামানোর পর লোকজন রিকশার পাশে ভিড় করেন।

রিকশাটি যখন নতুন ভবনের সামনে যাত্রী নামিয়ে দিচ্ছিল তখন বিষয়টি দেখেন হায়দার সোহেল নামের এক যুবক। তিনি বাংলানিউজকে বলেন, রিকশাটি দেখে আমরা প্রথমে থমকে যাই। পরে কাছে গিয়ে রিকশা চালককে জিজ্ঞেস করে কি ব্যাপার? জবাবে চালক জানান, আর্জেন্টিনা ফুটবল টিমকে ভালোবাসেন তিনি। তাই আর্জেন্টিনার পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন।  

‘এই কথা বলতে বলতেই দ্রুত রিকশা নিয়ে চলে যান ওই রিকশাওয়ালা’, যোগ করেন সোহেল।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।