ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

টানা ১৫ ঘণ্টা পিপিই পরে ঘর্মাক্ত চিকিৎসক, ছবি ভাইরাল

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
টানা ১৫ ঘণ্টা পিপিই পরে ঘর্মাক্ত চিকিৎসক, ছবি ভাইরাল ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে ওঠেছে। এরমধ্যে সবচেয়ে বাজে অবস্থা রাজধানী দিল্লির।

সেখানে সংক্রমণ-মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। এরমধ্যে প্রশংসায় ভাসছে এক চিকিৎসকের শেয়ার করা ছবি।

বুধবার (২৮ এপ্রিল) তিনি টুইটারে ছবিটি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, পিপিই পরা এবং পিপিই ছাড়া দুটি ছবি জোড়া লাগানো। পিপিই ছাড়া যে ছবি আছে তাতে দেখা যায় তার পুরো শরীর ঘামে ভিজে আছে।

টুইটের ক্যাপশনে তিনি লিখেছেন, দেশের সেবা করতে পেরে আমি গর্বিত।

টুইটে কমেন্টবক্সে তিনি লেখেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ হয়ে বলছি, আমরা সবাই প্রচুর কষ্ট করছি। আমি অনুরোধ করবো, আপনারা টিকা নিন, এটাই একমাত্র সমাধান।

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই গরমে করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে দিন রাত মিলিয়ে টানা ১৫ ঘণ্টা পরে থাকতে হচ্ছে পিপিই। ফলে, প্রায় দমবন্ধ করা পরিস্থিতিতে হাঁসফাঁস করতে করতে কী অবস্থা হচ্ছে তাদের, টুইটে ছবি প্রকাশ করে তা দেখিয়ে দিলেন চিকিৎসক সোহিল। আর তার সেই টুইট ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।