ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

সাপের দাম কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
সাপের দাম কোটি টাকা

‘রেড স্যান্ড বোয়া’ নামের এক ধরনের সাপ দেখা যায় ভারতের উত্তরপ্রদেশে। এর গায়ের রং পোড়া ইটের মতো।

এই সাপ খুব শান্ত স্বভাবের। বিশ্ব বাজারে একটি সাপের দাম কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে।
  
উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকার এই সাপ বেশির ভাগ সময় মাটির নিচেই থাকে।  

সাপুড়েদের দাবি, এই সাপের কয়েকটি প্রজাতি রয়েছে। তবে এদের মধ্যে যে সাপগুলোর গায়ে হালকা হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে, সেগুলোই বিশ্ব বাজারে চড়া দামে বিক্রি হয়। তাই এই সাপের চোরাচালান বিপুল পরিমাণে বেড়ে গেছে।

উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানা থেকে এই সাপ বিশ্ব বাজারে পাচার হয়। যদিও ১৯৭২ সালে ভারত সরকার এই সাপকে ‘সংরক্ষিত প্রাণী’ হিসেবে ঘোষণা করে।  

যে কাজে লাগে এই সাপ
যৌন শক্তি বর্ধক ওষুধ তৈরিতে এই সাপের বিপুল চাহিদা রয়েছে। এছাড়া এই সাপের চামড়া পার্স, জুতা, বেল্ট ও জ্যাকেট তৈরির কাজে লাগে।
 
বয়সের ছাপ পড়বে না, এমন গুণও আছে এই সাপের গ্রন্থিতে। এছাড়া এর মধ্যে ‘সৌভাগ্য বৃদ্ধি’র ক্ষমতা আছে বলেও বিশ্বাস করেন মেরঠ ও লখিমপুরখেরির বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।