ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

গরুকে বিয়ে করে সংসার পেতেছেন বৃদ্ধা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
গরুকে বিয়ে করে সংসার পেতেছেন বৃদ্ধা!

একটি অল্প বয়সের গরু। মানে বাছুর।

সেই বাছুরটি মুখের কাছে মুখ এনে একদিন নাকি আদর করেছিল। আর তাতেই গলে গেল তার মন। মনে হলো এ যেন তারই মৃত স্বামী গরুরূপে জন্ম নিয়ে ফিরে এসেছে। সেই অনুভূতি গভীর হতেই আর দেরি করেননি। ওই গরু ঘটা করে বিয়ে করে এখন সংসার করছেন।  

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় এমন ঘটনা ঘটেছে। খিম হাং নামের ওই বৃদ্ধার বয়স ৭৪ বছর।  

গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, তারা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে। একটি ভিডিওতে ওই বৃদ্ধার বাড়ি দেখে মনে হয়েছে তিনি যথেষ্ট সচ্ছল।  

রয়টার্স জানিয়েছে, গরুটিকে বিয়ে করে নিজের ঘরেই রেখেছেন খিম। গোসল থেকে শুরু করে খাওয়া ঘুমানো পর্যন্ত স্বামী হিসেবেই তিনি গরুটির যত্ন নিচ্ছেন। ঘুমের জন্য নরম বিছানা বালিশেরও ব্যবস্থা করা হয়েছে।  

খিম বলেছেন, ‘‘আমি মনে করি ওই গরু আমার স্বামী। কারণ ওই গরু আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন। ’’ 

তিনি আরও জানান, ‘‘গরুটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তার পর আমাকে চুমু খেয়ে সিঁড়ি দিয়ে আমার পিছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তার পর থেকেই আমার মনে হচ্ছে আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন। ’’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।