ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল বাংলাদেশি তরুণী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল বাংলাদেশি তরুণী ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল বাংলাদেশি তরুণী

ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম বিক্রি করেন তিনি। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গানও বেঁধেছেন।

এর আগে তার গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবার সে গানের সঙ্গ নেচে ভাইরাল হয়েছেন বাংলাদেশি এক তরুণী।

বলছি বাদাম বিক্রেতা ভুবনের কথা। আর তার গানের সঙ্গে নেচে ভাইরাল হওয়া ওই তরুণীর নাম তৌহিদা অনয়।

তৌহিদা গিয়েছিলেন কলকাতায়, সেখান থেকে বীরভূম গিয়েছিলেন। হাওড়া থেকে দুবরাজপুর ব্লকে ট্রেন থেকে নেমে লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ি গ্রামে পৌঁছেন। এরপর খুঁজে বের করেন সে বাদাম বিক্রেতা ভুবনকে। তারপর ভুবন বিখ্যাত গানটি গাইলেন আর নাচলেন তৌহিদা।

তৌহিদা অনয়ের নাচের ভিডিওটি এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ মানুষ দেখেছেন।

ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে যাওয়ায় তার বাসায় ছুটে যান বিধায়ক অনুপ কুমার সাহা। বাদামওয়ালা ভুবনের এ গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন। শুধু টাকা দিয়ে নয়, পুরনো সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম কেনা যায় তার কাছ থেকে। তার দৈনিক আয় ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। এখন কিছুটা বেড়েছে।

তবে ভুবন বাদ্যকরের জীবনযাপনে কোনো পরিবর্তন আসেনি, সারা বিশ্বের বাঙালিরা ভুবনকে চিনলেও, গান শুনলেও তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক জীর্ণ পলিথিনে ছাওয়া মাটির ঘরে থাকেন ভুবন। পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে। এক ছেলের বউ ও নিজের স্বামী পরিত্যক্ত বোন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।