ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

এক পিস রোলের দাম ৩ লাখ টাকা! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এক পিস রোলের দাম ৩ লাখ টাকা! 

৩৬০ টাকার একটি স্টেক বেক সসেজ রোলের জন্য বিল করা হলো প্রায় ৩ লাখ টাকা। বিলটি দেখে চক্ষু ছানাবড়া ওই গ্রাহকের।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, এমন কাণ্ড ঘটিয়েন ব্রিটিশ বেকারি চেইন ‘গ্রেগস’ এর একজন কর্মী। এ বিষয়ে গ্রেগের কর্মচারী একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গ্রেগের কর্মচারী জেসমিন অলিভিয়া বলেন, তিনি ভুলবশত কার্ড থেকে ৩ লাখের বেশি বিল করেছিলেন। পরে টিকটক ভিডিওতে তিনি এ ঘটনায় ভুল স্বীকার করেন।  

তিনি বলেন, ‘আমি ভুল করেছি। এখন আমি ভয় পাচ্ছি। ভাবছি চাকরি থাকবে কি না। ’

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এ কারণেই আমি কার্ডে ১০০ পাউন্ডের বেশি রাখি না। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১ 
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।