ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বাসে চড়ে ঢাকায় ফিরলেন এমপি মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বাসে চড়ে ঢাকায় ফিরলেন এমপি মতিয়া চৌধুরী

ঢাকা: শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে পাবলিক বাসে চড়ে ঢাকায় ফিরেছেন সংসদ সদস্য (এমপি) মতিয়া চৌধুরী।

দুই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষ ও বিভিন্ন ধর্মীয় নেতাদের মধ্যে কম্বল বিতরণের পর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় নকলা পৌরশহর থেকে ঢাকার উদ্দেশে সোনার বাংলা নামের বাসে ওঠেন তিনি।

এসময় এভাবেই ক্যামেরায় ধরা পড়েন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ও সাবেক এ কৃষিমন্ত্রী।  

তার পিএস শাহজালাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মতিয়া চৌধুরী গত বেশ কয়েকবার ধরে বাসে করেই ঢাকায় ফেরেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।