ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

৩০০ গ্রামের স্ট্রবেরি, গিনেস রেকর্ড!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
৩০০ গ্রামের স্ট্রবেরি,  গিনেস রেকর্ড!

স্ট্রবেরি ফলিয়ে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছেন ইসরায়েলের এক নাগরিক। কাদিমা-জোরান এলাকার বাসিন্দা এরিয়েল চাহির খামারে সম্প্রতি প্রায় ৩০০ গ্রাম ওজনের একটি স্ট্রবেরি ধরেছে।

গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

পেল্লায় আকৃতির স্ট্রবেরিটির ওজন ২৮৯ গ্রাম। এটি ১৮ সেন্টিমিটার লম্বা আর ৪ সেন্টিমিটার পুরু। ইলান প্রজাতির স্ট্রবেরিটি এ আকারে আসতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন।

গিনেস রেকর্ডস সম্প্রতি এ নিয়ে নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা গেছে, খামারি এরিয়েল চাহি ওজন মাপার যন্ত্রে প্রথমে একটি আইফোন এক্সআর এবং তার পর সেই স্ট্রবেরির ওজন করছেন। আইফোন এক্সআর-এর ওজন ছিল ১৯৪ গ্রাম। আর বিশাল আকারের স্ট্রবেরির ওজন দেখা যায় তার চেয়েও প্রায় ১০০ গ্রাম বেশি।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১০ ঘণ্টারও কম সময়ে সাত লাখের বেশি মানুষ এটি দেখেছেন।

সূত্র:  আনন্দবাজার পত্রিকা।


বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।