ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

মুক্তমত

গ্যাসের মূল্যবৃদ্ধি, বাড়বে মুদ্রাস্ফীতি: আইনুল ইসলাম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
গ্যাসের মূল্যবৃদ্ধি, বাড়বে মুদ্রাস্ফীতি: আইনুল ইসলাম  অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেছেন, এমনিতেই শিল্প খাতে সংকট চলছে। অস্থিরতার কারণে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

পোশাক খাতে অর্ডার কমেছে।  

ব্যবসার খরচ বেড়েছে। এর সঙ্গে গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। যার কারণে শিল্পকারখানায় বিরূপ প্রভাব পড়বে। সামগ্রিক অর্থনীতির প্রভাব পড়বে।  

এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আইনুল ইসলাম আরও বলেন, অতীতে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি দিয়ে কারখানায় উৎপাদন চালু রাখা হয়েছে। এখন দাম বাড়লেও যে গ্যাস বিদ্যুৎ উৎপাদনমুখী কারখানাগুলো নিরবচ্ছিন্নভাবে পাবে তারও নিশ্চয়তা নেই। এ সময় এ সিদ্ধান্ত কোনোভাবেই ইতিবাচক ভূমিকা রাখবে না। এটা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে করা উচিত।  

তিনি বলেন, এ সময় গ্যাসের দাম বৃদ্ধি শিল্প খাতে ভুল বার্তা দেবে। উৎপাদন খরচ বাড়লে ব্যবসায়ীরা এ খরচ পণ্যের ওপর দিয়ে ওঠাতে চাইবে। যার ফলে মুদ্রাস্ফীতি বাড়বে। এমনিতেই মজুরি বেড়েছে। এর একটা চাপ ব্যবসায়ীদের ওপর আছে। ফলে উৎপাদন খরচ অনেক বাড়বে। গ্যাসের দাম বাড়লে ব্যবসা চালানো আরও কঠিন হবে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।