ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মুক্তমত

দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: হাসনাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: হাসনাত হাসনাত আবদুল্লাহ

ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোথাও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।  

শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড আইডি থেকে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন। আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন।

তার এই পোস্টে হাজার হাজার ফলোয়ার তাদের মন্তব্য জানিয়েছেন।  

মাহমুদুল হক জালীস নামের আইডি থেকে লেখা হয়, ‘এমন সৎ, সাহসী খুবই কম নেতারাই আছে। দেশপ্রেমিক সকল নেতাদের এমন অঙ্গীকার করা দরকার’।  

মো. নূর আমিন মুন্সি লিখেছেন, ‘সৎ ব্যক্তির পোস্ট দেখলেই বোঝা যায়। এর চাইতে স্বচ্ছতা আর কী হতে পারে???’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।