ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

মুক্তমত

অমানবিক নীরবতা কেন?

আহমদ সফিউদ্দিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
অমানবিক নীরবতা কেন?

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশজুড়ে কয়েকশ সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

বাসস্থান পুড়েছে, হয়েছে লুট। আয়ের উৎস দোকান, যানবাহন হয়েছে ধ্বংস। কয়েক হাজার পরিবার রয়েছে চরম মানবিক বিপর্যয়ে।

১৯৭১-এর পর দেশজুড়ে এমন ক্ষতির ঘটনা ঘটেনি। কেউই ক্ষতির দায়ভার নিচ্ছে না। রাজনৈতিক বিতর্কের মাঝে এদের বর্তমান আর্থিক, জীবন-জীবিকা, চিকিৎসার সংকটগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্তদের শতকরা ৯০ ভাগই হতদরিদ্র পরিবারের বলে তারা আরও উপক্ষিত। রাজনৈতিক দলগুলো নীরব। মিডিয়া বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য করণীয় কী তা নিয়ে কোনো বড় ধরনের অনুসন্ধানী রিপোর্ট করেনি। টিভির টকশোতেও ক্ষতিগ্রস্তদের নিয়ে মাথাব্যথা নেই। সুশীল সমাজ বুদ্ধিজীবীরাও নীরব। দেশি বিদেশি সাহায্য সংস্থা, এনজিও, মানবাধিকার সংস্থা, করপোরেট সংস্থা, সরকারি বেসরকারি দফতরের কর্মী, ব্যবসায়ী গ্রুপগুলোও নীরব। এ নীরবতা নিষ্ঠুর।

সুবিধাভোগী অবস্থান এবং ঝামেলা এড়াতেই সম্ভবত এই নীরবতা। তবে জাতির বিবেকবান নাগরিকরা এগিয়ে আসবেন এবং পথনির্দেশ দেবেন বলে আশা করেন সবাই।

এ নীরবতা কোনোভাবেই কাম্য নয়। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। জরুরি ভিত্তিতে আর্থিক সাহায্য, চিকিৎসা, ব্যাংক ঋণ ও অন্যান্য সহযোগিতা দিতে বিশেষ সেল গঠন করাও জরুরি। মানবাধিকার সংস্থাগুলোও ক্ষতিস্তদের পক্ষে আদালতের নির্দেশনা চাইতে পারেন।

আহমদ সফিউদ্দিন: ডেপুটি রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।