ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী শহরের এ আর সেন্টারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

 

সম্মেলন উপজেলা সভাপতি পদে সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন মিন্টু (প্রতীক-দোয়াত কলম) ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান (প্রতীক-আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২০৬ ভোট পেয়ে উপজেলার সভাপতি নির্বাচিত হন রেজাউল করিম লোকমান। মনোয়ার হোসেন মিন্টু পান ১২৪ ভোট।  
 
সাধারণ সম্পাদক পদে সাবেক যুবদল নেতা কামরুল হাসান কার্জন (প্রতীক-রিকশা) ও শরিফুল ইসলাম (প্রতীক-সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুল হাসান কার্জন, তার শরিফুল ইসলাম পান ১৪৬ ভোট।  

উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ভোটার রয়েছেন ৩৫৫ জন। তার মধ্যে আটটি ভোট বাতিল হয়।  

এদিকে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রশিদুল হক সরকার ও শেখ বাবলু পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব এ জেড জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর পৌর মেয়র ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান।  

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার। সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হক লিটন ও এরশাদ হোসেন পাপ্পু।  
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার  জানান, সম্মেলন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  

এ ক্ষেত্রে প্রশাসন, সাংবাদিক ও সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।  

কাউন্সিলে বক্তারা আরও বলেন, আমরা বিএনপির কর্মীরা আগামীতেও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিচ্ছি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।