ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’ বিএনপির ২৭ দফা নিয়ে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
ঝিনাইদহে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’ বিএনপির ২৭ দফা নিয়ে আলোচনা সভা

ঝিনাইদহ: ঝিনাইদহে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’ ২৭ দফা রূপরেখা নিয়ে আলোচনা সভা করেছে বিএনপি।

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আন্দোলনের ১০ দফা ও ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’র ২৭ দফার রূপরেখা নিয়ে এ আলোচনা সভা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপির আন্দোলনের ১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা আছে কি না, সেটাও আমাদের প্রশ্ন। রাষ্ট্রকাঠামো কী? স্টেট মেশিনারিটা কী? কাঠামো বলতে কী বোঝায়? আমরা কি বলতে চেয়েছি, আমার মনে হয় ওবায়দুল কাদেরসহ ওনাদের নেতাদের এ সম্পর্কে জ্ঞান বুদ্ধি নেই। তাদের একটাই ধারণা, তা হলো জোর করে ক্ষমতায় থাকতে হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।