ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ঐকমত্য কমিশনে ন্যায্যতার চেয়ে পেশিশক্তি বেশি কাজ করেছে: নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, অক্টোবর ১৮, ২০২৫
ঐকমত্য কমিশনে ন্যায্যতার চেয়ে পেশিশক্তি বেশি কাজ করেছে: নাহিদ নাহিদ ইসলাম।

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের ন্যায্যতার চেয়ে ‘পেশিশক্তি’ এবং সরকারের ভেতরে নানা ধরনের ‘প্রভাব বিস্তার’ বেশি কাজ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম।

এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ঐকমত্য কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতার চেয়ে অনেক সময় মাঠের পেশিশক্তি, সরকারের ভেতরে নানা ধরনের প্রভাব বিস্তার, এই বিষয়গুলো কাজ করেছে। ’

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনকে কখনো কখনো আমাদের কাছে মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি। তবে তাদের দিক থেকে সেই চেষ্টাটা আমরা দেখেছি। ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে- কোনো ধরনের পেশিশক্তি, কত বড় রাজনৈতিক দল এসব কিছু বিবেচনায় না নিয়ে বরং দাবিটা কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয় বিবেচনায় নিয়ে অবস্থান নিতে হবে। ’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, আলোচনা যখন চলেছে, আলোচনায় একটা কথা বার বার বলা হয়েছে ভিন্ন মত থাকবে, যারা ভিন্নমত দিয়েছে, আপনি ৫টা মত দিলেন, আমি ৫টা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে, কিছু রাখা হবে না। কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি, এটা কিন্তু আসলে ভিন্নমত বা আপনি কয়টা মত দিলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল আপনার কথাটা যৌক্তিক কিনা, ন্যায্য কিনা। ’

তিনি আরও বলেন, ‘আপনার সব কথা যদি ন্যায্য হয়, আমরা সব কথা মানতে প্রস্তুত। আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয়, আপনি যত বড় রাজনৈতিক দল হোন না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নেবো না। ’

সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনকে কোনো রাজনৈতিক দলের চাপে পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে। বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছে, আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই জায়গায় অবস্থান করছি। ’

তিনি আরও বলেন, ‘কোনো অবস্থাতেই জুলাই সনদকে অতীতের জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না। ’

আরও পড়ুন:
গণভোটের ধরন, দিনক্ষণ পরিষ্কার করার আহ্বান এনসিপির

এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ