ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে যুবদল

নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল থেকে এ মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে দ্রুত এটি প্রত্যাহারের দাবি করা হয়। এ সময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সজীব বলেন, মিথ্যা মামলায় এমন মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যখন এ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলনে আছে। আন্দোলনকে দমাতে এ ধরনের মামলা, অপকৌশল আর কাজ করবে না। দ্রুতই সরকারের পতন হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।