ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জানুয়ারি ৬, ২০২৩
নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

ময়মনসিংহ: র্দীঘ আট বছর পর কর্মী সম্মেলন ছাড়াই ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

 

এর আগে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার যৌথ সংবাদ বিবৃতিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।  

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও জানান, বেশ কয়েক দফা নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল।

কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রসাশনিক কারণে কর্মী সম্মেলন করা সম্ভব হয়নি।  

এ অবস্থায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক টিমের দ্বায়িত্বপ্রাপ্ত নেতাদের পরামর্শক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বলে জানান মোতাহার হোসেন তালুকদার।  

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।