ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপির আগামী কারের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুব-উল-আলম হানিফ।
হরতালের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘খালেদা জিয়া গতকাল শন্তিপূর্ণভাবে হরতাল পালনের কথা বলেছেন। আজ রাজধানীতে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ হরতালের কথা বলে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন। ’
হানিফ গাড়ি পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘হরতালের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’
বাংলাদেশের সময়: ২১৫০ ঘন্টা, জুন ২৬, ২০১০
এসকে/এমএমকে