ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপির আগামী কারের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুব-উল-আলম হানিফ।

হরতালের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

হানিফ আজ শনিবার রাতে এক বিবৃতিতে এ সব কথা বলেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘খালেদা জিয়া গতকাল শন্তিপূর্ণভাবে হরতাল পালনের কথা বলেছেন। আজ রাজধানীতে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ হরতালের কথা বলে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন। ’

হানিফ গাড়ি পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘হরতালের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশের সময়: ২১৫০ ঘন্টা, জুন ২৬, ২০১০
এসকে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ