বরিশাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নগরের কালিবাড়ি রোডস্থ মাতৃছায়া ফাউন্ডেশন চত্বরে সাড়ে তিনশত অসহায়কে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মাতৃছায়া ফাউন্ডেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি তারিক সুলাইমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তারা দলের কেউ নয়। বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাকে ধরে আইনের আওতায় তুলে দিন। বিএনপির জনগণের প্রত্যাশা অনুাযায়ী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনঃপ্রবর্তণের ব্যবস্থা করতে হবে।
এছাড়া আইন সভা, মন্ত্রী সভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এমএস/জেএইচ