ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল চলছে: আটক ৮

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জুন ২৭, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। তবে সকালে নগরীর বারিক বিল্ডিং মোড়ে যাত্রীবাহী এবটি বাস ভাংচুর করেছেন পিকেটাররা।

এছাড়া নগরীর বিভিন্ন স্থানে গাড়ী চলাচলে বাধা দেওয়ায় পুলিশ ৮জন পিকেটারকে আটক করেছে। হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে হরতাল চলাকালে নগরীতে রিক্সা এবং বিচ্ছিন্নভাবে কিছু সিএনজিচালিত অটোরিক্সা চলতে দেখা গেছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে মালামাল উঠানামা স্বাভাবিক থাকলেও পণ্য নিয়ে কোন পরিবহন বন্দরের বাইরে যেতে পারছেনা।
 
হরতালের কারণে সকাল থেকে নগরীতে অধিকাংশ দোকানপাট, শপিংমল, স্কুল, কলেজ, বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতি কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী দুটি শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেলেও শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিলনা। বিশ্ববিদ্যালয়ের কাশ ও পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ মো.ফরহাদ উদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ ও কনটেইনার বার্থে বার্থিং নেওয়া ১৮টি জাহাজে পণ্য উঠানামা চলছে। গতরাতে ইয়ার্ডে যেসব ট্রাক ঢুকেছে সেগুলোতে পণ্য বোঝাই করা হচ্ছে। ’

তবে সকাল থেকে পণ্যবোঝাই কোন ট্রাক চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়নি বলে তিনি জানিয়েছেন।

এদিকে হরতাল চলাকালে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বন্দর এলাকায় মিছিলে নেতৃত্ব দেয়ার সময় ৩৯ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহরের বিএনপি সমর্থিত নব নির্বাচিত কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলকে পুলিশ প্রায় এক ঘণ্টা আটক করে রাখে।

বাংলাদেশ সময় ১১০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১০
আরডিজি/এইচএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ