ঢাকা: হরতাল সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের মাধ্যমে জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ’
তিনি হরতাল ঠেকাতে সকরারের সব চক্রান্ত ব্যর্থ করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। কোথাও দোকানপার্ট খুলছে না, দুয়েকটি রিকশা ছাড়া কোনো যানহাবন রাস্তায় নামেনি। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা ও দেশের জনগাণের জন্য সরকার কিছু করতে পারেনি। তারা কিছু করতে পারবে বলেও জনগণ বিশ্বাস করে না। তারা সবকিছুতে ব্যর্থ হয়েছে বলে জনগণ হরতাল পালনের মাধ্যমে তার জবাব দিচ্ছে। ’
গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘দমন নীতি যত বাড়বে আন্দোলন ততো তীব্র হবে। ’
দেশে এখন বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রিজভী আহমেদ, বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদী ফারুখ, নাজিমুদ্দিন আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১২০৫ ঘণ্টা, ২৭ জুন ২০১০
এমএম/এজেড