ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক: জিএম কাদের বক্তব্য রাখছেন জিএম কাদের।

ঢাকা:  জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না।

আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর-কমতলী থানা জাপা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, কারো দয়া-দাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। প্রজাতন্ত্র হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিরা দেশের মালিকদের (সাধারণ জনসাধারণ) ইচ্ছে অনুযায়ী দেশ পরিচালা করবেন। সাধারণ মানুষের ইচ্ছেমতো প্রতিনিধিরা কাজ না করলে পরবর্তীতে দেশের মালিকরা যেন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, সব মানুষ সব অধিকার সমানভাবে ভোগ করবে। সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই উপনেতা বলেন, ভালো জিনিসের ভালো দাম দিতে হয়। সস্তা জিনিস কখনোই ভালো হয় না। তাই দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে। সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন জাপা চেয়ারম্যান।
 
জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাপা চেয়ারম্যান আরও বলেন, ১১ বছর অতিবাহিত হলো, এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। ১১ বছরে ৯৫ বার তারিখ পরিবর্তন হয়েছে কিন্তু তদন্ত রিপোর্ট দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। দেশের মানুষ সাগর-রুনি হত্যার বিচার দেখতে চায়।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, আরও সাহসী হয়ে সত্য তুলে ধরুন। সাগর-রুনি হত্যার বিচার হতেই হবে।

এ সমাবেশে বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান, সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, শরফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবু তৈয়ব, মাসুক রহমান, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল, শাহনাজ পারভীন, ইব্রাহিম আজাদ, কেন্দ্রীয় অ্যাডভোকেট আবু ওয়াহাব, আরিফুল ইসলাম রুবেল, মাহবুবুর রহমান খসরু, কাওসার মোল্লা, জহির উদ্দিন লিটন, মেহবুব হাসান, ইব্রাহিম খাঁন জুয়েল, শাহ ইমরান রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।