ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাংবাদিকদের অনুরোধে বিএনপির পদযাত্রার তারিখ পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
সাংবাদিকদের অনুরোধে বিএনপির পদযাত্রার তারিখ পরিবর্তন

ঢাকা: সাংবাদিকদের অনুরোধে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পদযাত্রা কর্মসূচি শনিবারের (১৮ ফেব্রুয়ারি) পরিবর্তে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার পত্রিকা, অনলাইন ও টিভি মিডিয়ার রিপোর্টাররা যেন পরিবারের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফ্যামিলি ডে উদযাপন করতে পারেন, সে জন্যই পদযাত্রা কর্মসূচি শুক্রবার পালন করার কথা জানিয়েছে বিএনপি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ঢাকায় কর্মরত রিপোর্টারদের অনুরোধ স্থায়ী কমিটির বৈঠকে উঠলে তাতে সাড়া দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ডিআরইউ’র ফ্যামিলি ডে’র দিনে বিএনপি কর্মসূচি দেওয়ায় সংশ্লিষ্ট বিটের রিপোর্টাররা দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রতি পদযাত্রার তারিখ পরিবর্তনের অনুরোধ জানান।

প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ধারাবাহিকভাবে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।