ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফের সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফের সহায়তা

ঢাকা: তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ব্যাপক হতাহত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে শীতবস্ত্র হিসেবে কয়েকশ কম্বল হস্তান্তর করেন জেডআরএফের কর্মকর্তারা।

এসময় জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক চিঠিতে তুরস্কে ভূমিকম্পে নিহতদের জন্য শোকপ্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও সমবেদনা জানান।

জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, অধ্যাপক ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের একজন কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।