ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, সেপ্টেম্বর ২৫, ২০২৫
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার গ্রেপ্তার সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার গ্রেপ্তার

ঢাকা: সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। দেলোয়ারের বিষয়ে মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আজকে ঝটিকা মিছিলের কোনো আসামি গ্রেপ্তার করিনি। তবে গতকাল (বুধবার) ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সবাইকে কোর্টে চালান করা হয়েছে।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।