ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ সংকটময় মুহূর্ত কাটাচ্ছে: মির্জা ফখরুল 

উপজেলা করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
দেশের মানুষ সংকটময় মুহূর্ত কাটাচ্ছে: মির্জা ফখরুল 

নবাবগঞ্জ (ঢাকা): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ অত্যন্ত সংকটময় মুহূর্ত কাটাচ্ছে। এ সংকট বিএনপির নয়, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয়।

এ সংকট দেশর মানুষের সংকট।

চালের দাম কমছে না, বরং বাড়ছে। নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম আকাশচুম্বী। মানুষ ঠিকমতো খেতে পাচ্ছেন না।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার নবাবগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোনো কথা বলতে পারছে না।

তিনি বলেন, এ সরকার যে উন্নয়ন করছে তাতে দেশের সাধারণ মানুষের উপকার হচ্ছে না।

আওয়ামী লীগ বেআইনিভাবে আবারো ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।

সরকার হঠাতে নতুন প্রজন্ম ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আর কোনো অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই সরকার হঠাতে হবে।

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপূন রায় চৌধুরী।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।