ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকার পতনের আন্দোলনে প্রস্তুত ঢাকা: আমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
সরকার পতনের আন্দোলনে প্রস্তুত ঢাকা: আমান

ঢাকা: আওয়ামী সরকারের পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা মহানগরীর নেতাকর্মীরা প্রস্তত রয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

তিনি বলেন, আগামী ৪ মার্চ সারা দেশে বিএনপির পদযাত্রায় জনবিস্ফোরণ ঘটবে। পদযাত্রায় সাধারণ মানুষদের সাথে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার জন্য স্ব-স্ব এলাকায় বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ৪ মার্চ থানা পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি নিয়ে যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের সাথে রয়েছে, জনগণকে সাথে নিয়েই রাজপথে লড়াই করে বিজয়ী হবে এবং এ বিজয় হবে গণতন্ত্রের বিজয়।

আমিনুল হক বলেন, আগামী ৪ মার্চ  গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের পদযাত্রায় পুরো ঢাকা প্রকম্পিত হবে। ঢাকাসহ পুরো দেশবাসীর রাজপথে নেমে আসার মাধ্যমেই হারানো গণতন্ত্রের বিজয় সূচিত হবে।

সভায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসি আহম্মেদ মিষ্টি, চেয়ারম্যান আতাউর রহমান, এ জি এম শামসুল হক, মোয়াজ্জেম হোসেন মতি, আক্তার হোসেন, মহানগর সদস্য অ্যাডভোকেট আক্তারুজ্জামান, হাজী মো. ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মো. চান মিয়া, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মো. সেলিম মিয়া, বিমান বন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণ খান থানা বিএনপির আহবায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন দেওয়ান, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদ, আব্দুল কাদের বাবু, আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।